Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

আমাদের অর্জন সমূহ

১। কপোতাক্ষ প্রকল্পের সফল বাস্তবায়ন ঃ

“কপোতাক্ষ নদের জলাবদ্ধতা দূরীকরণ প্রকল্প (১ম পর্যায়)”  শীর্ষক প্রকল্পটি জুন ২০১৭ সালে সমাপ্ত হয়। প্রকল্পের সফল বাস্তবায়নের ফলে বর্তমানে যশোর জেলার ঝিকরগাছা, কেশবপুর ও মনিরামপুর উপজেলা, সাতক্ষীরা জেলার তালা ও কলারোয়া উপজেলা এবং খুলনা জেলার পাইকগাছা উপজেলার কপোতাক্ষ নদের অববাহিকার প্রায় ১২০০০০ হেক্টর জমি জলাবদ্ধতার কবল হতে রক্ষা পাচ্ছে।

 

২। নদীর নাব্যতায় রক্ষায় TRM প্রত্যক্ষ ভূমিকা ঃ

পলি ব্যবস্থাপনার সবচেয়ে আধুনিক প্রকৌশলগত সমাধান হচ্ছে টি.আর.এম (Tidal River Management)। সাতক্ষীরা জেলার তালা উপজেলার পাখিমারা বিলে ২০১৫ এর জুলাই হতে টি.আর.এম চালু থাকার ফলে বর্তমানে কপোতাক্ষ নদের নাব্যতা আগের চেয়ে বহুগুন বেড়ে গেছে। মিঠাপানির আধার বেড়ে গেছে। যার ফলে কপোতাক্ষ নদের অববাহিকার দু’ধারে গত কয়েক বছর ধরে ফসলের সমারোহ দেখা যাচ্ছে। আগে যা ছিল কল্পনার অতীত।

 

৩। অবৈধ পাটা-বেড়া উচ্ছেদ ঃ

দীর্ঘদিন ধরে যশোর শহরের ভিতরে ভৈরব নদীটি অবৈধ দখলদারদের দখলে ছিল। অবৈধ পাটা-বেড়া ও মাছের ঘেড় করে অবৈধ দখলদাররা অবৈধভাবে ব্যবসা করে আসছিল। প্রশাসনের সহায়তায় ২০১৭ সালে এইসব অবৈধ পাটা-বেড়া ও মাছের ঘেড় উচ্ছেদ করা হয়। 

 

৪। মোবাইল অ্যাপস্ - বাপাউবো যশোর বাতায়ন ঃ

পোল্ডার -২৪ এর বাঁধ এবং  অবকাঠামোগুলোর ক্ষয়ক্ষতি বা যে কোন সমস্যার কথা তাৎক্ষণিকভাবে দপ্তরকে জানানোর জন্য ”বাপাউবো যশোর বাতায়ন” নামে একটি মোবাইল অ্যাপস্ চালু করা হয়েছে। অ্যাপস্ টি গুগল প্লে-স্টোর থেকে যে কেউ ডাউনলোড করতে পারবে। 

 

৫। উন্নয়ন মেলা - ২০১৮ তে ২য় স্থান অধিকার ঃ

উন্নয়ন মেলা - ২০১৮ তে স্টল সর্জিতকরণ ও উপস্থাপনায় ২য় স্থান অধিকার করে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, যশোর।