১. বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ সেবা
২. নদী ভাঙ্গন রোধ সম্পর্কিত সেবা
৩. সম্পাদিত কার্যক্রম এর তথ্য প্রদান
৪. চলমান কার্যক্রম এর তথ্য প্রদান
৫. পানি নিয়ন্ত্রন কাঠামো পরিচালনা ও রক্ষণাবেক্ষন সংক্রান্ত সেবা
৬. সেচ কার্যক্রম সুবিধা প্রদান
৭. পানি ব্যবস্থাপনা দল, সমিতি, ফেডারেশন গঠন ও নিবন্ধন সেবা
৮. কৃষক প্রশিক্ষণ
৯. ড্রেজিং কাজ/সেবা প্রদান
১০. শিল্পপার্ক/কারখানা/আবাসন এলাকা/পোর্ট ইত্যাদি স্থাপনের জন্যে নদী অববাহিকা বা নীচু ভূমি উন্নয়ন তথা ভরাট করন সেবা
১১. বাপাউবোর প্রধান তথ্য প্রদানকারী কর্মকর্তা হিসেবে তথ্য সেবা প্রদান
১২. পানি বিজ্ঞান সংশ্লিষ্ট তথ্য উপাত্ত সরবরাহ করন
১৩. বিল্ডিং ডিজাইন এবং প্লানিং সহ বিভিন্ন প্রজেক্ট বাস্তবায়নে সংশ্লিষ্ট এলাকার সর্বোচ্চ/সর্বনিম্ন পানির সমতল ও বৃষ্টিপাত এর ঐতিহাসিক তথ্য উপাত্ত সরবরাহ
১৪. বার্ষিক উন্নয়ন কর্মসূচীর বাস্তবায়ন অগ্রগতি সম্ভলিত সভার কার্যপত্রসমূহ সর্বসাধারণের জন্য প্রকাশ
১৫. বিল্ডিং ডিজাইন এবং প্লানিং সহ বিভিন্ন প্রজেক্ট বাস্তবায়নে সংশ্লিষ্ট এলাকার সর্বোচ্চ/সর্বনিম্ন পানির সমতল ও বৃষ্টিপাত এর ঐতিহাসিক তথ্য উপাত্ত সরবরাহ
১৬. বন্যা নিয়ন্ত্রন বাঁধ নির্মান পানি নষ্কিাশন অবকাঠামো নির্মান, সেচ সুবধিা প্রদানের জন্য সেচ খাল খনন, সাইফন, একুইডাক্ট, ব্যারজে, স্লুইজ গেট, চেক ষ্ট্রাকচার ইত্যাদি নির্মান ও নদী ভাংগন রোধে বিভিন্ন প্রতরিক্ষামূলক কাজ ডিপোজিট ওর্য়াক হিসেবে বাস্তবায়ন।
১৭. নদী-শাসন, নদীর গতপিথ রক্ষা বা পরর্দিশন ও নদীকে প্রবাহমান রাখার জন্য ড্রেজিং কাজ বা সেবা প্রদান
১৮. জাতীয় সংসদের পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত বিভিন্ন প্রশ্ন, নোটশীটের জবাব প্রদান
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস